প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:09 PM আপডেট: Wed, Jul 2, 2025 1:11 PM
ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে পরিবেশ নিয়ে মোদির ফোনালাপ
রাশিদুল ইসলাম: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে এদিন দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। বিকল্প শক্তিতে অর্থ জোগানের অভিনব পন্থা নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। উল্লেখ্য, তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর এই প্রথম তার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি। ওয়াল
পরে দুজনের মধ্যে কথোপকথন নিয়ে একটি টুইট করেন মোদি। সেখানে তিনি লেখেন, “জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা নিয়ে কীভাবে কাজ করা যায় এবং দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আমি ভীষণই আনন্দিত। ভারতের জি ২০ সভাপতিত্বের অগ্রাধিকার এবং মিশন লাইফ-এর সম্ভাবনা নিয়েও আজ আলোচনা হয়েছে।”
উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা রূপে অভিষিক্ত হন তৃতীয় চার্লস। মাঝে তিন মাস কেটে যাওয়ার পর এই প্রথম তার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিনের আলোচ্য বিষয়গুলি নিয়ে দ্বিতীয় চার্লস বরাবরই আগ্রহী ছিলেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। এমনকী আলোচনা চলাকালীন তিনি প্রত্যেকটি বিষয়ে সমর্থনও জানিয়েছেন। এইজন্য রাজা দ্বিতীয় চার্লসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
